দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিনিয়ত নতুন রের্কড গড়ছে ভারত-বাংলাদেশ সীমন্তের এই উপজেলা। তবুও সচরাচর স্বাস্থ্য বিধির নেই বালাই।
রবিবার রাত ৮টা থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত নতুন করে দৌলতপুরের ১৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা এই উপজেলায় এখনও পর্যন্ত সর্বোচ্চ প্রতি ২৪ ঘণ্টার সর্বোচ্চ সনাক্ত।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ জুন ) রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দৌলতপুরের ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে পজেটিভ পাওয়া গেছে। উপজেলাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪শ’ ৩৪ জনে। এযাবৎ আক্রান্তের মধ্যে মোট মৃত্যু হয়েছে ১৪ জনের । ৭৮ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে আছেন।
Leave a Reply