মোঃ সম্রাট আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রিন্টু হোসেন বাটুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন আগে বাটুল একই এলাকার হাসিব মেম্বরের ছেলে মুস্তাককে মারপিট করে। এরই জের ধরে বুধবার রাতে বাগোয়ান কামারপাড়া এলাকায় একটি দোকানের পাশে বাটুল দাড়িয়ে থাকা অবস্থায় মুস্তাক পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাটুলকে মৃত ঘোষণা করেন। বাটুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন আগে বাটুল হাসিব মেম্বরের ছেলে মুস্তাককে মারপিট করে। এরই জের ধরে মুস্তাক ধারাল অস্ত্র দিয়ে বাটুলকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে মুস্তাক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। নিহত বাটুলের লাশ উদ্ধার করে থানা হেফজতে নেওয়া হয়েছে।
Leave a Reply