অন্তর আহমেদ (সম্রাট):সম্প্রতি বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমন রোধে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্দ্যোগে রাস্তায় জীবাণূনাশক পানি ছিটানোর কার্যক্রম শুরু করা হয়।
রোববার (২৯ মার্চ) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ট্রলিযোগে জীবাণূনাশক পানি নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা সহ জনবহল এলাকায় এই জীবাণুনাশক ছিটানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দ পাল, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান সহ অন্যান্যরা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন আল্লাহপাক এই মহামারী থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন ।তবে আমরা সম্মিলিতভাবে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। সে জন্য সকলকে নিয়মিত হাত ধোয়া সহ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং জরুরী প্রয়োজনে প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিতে হবে।
Leave a Reply