নিজস্ব প্রতিনিধি :
“উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে ২০১৮-১৯ইং অর্থ বছরের এল জি এস পি-৩ প্রকল্পের আওতায় দুপুরে সূতিপাড়ার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদারসহ ইউপি সদস্যগণ।
অনুষ্ঠান শেষে ঢাকা জেলার ধামরাই থানাধীন সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং মতবিনিময় সভা করেন।
Leave a Reply