কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আলোচনা সভার আয়োজন করেন। সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাশ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ কামাল উদ্দিন টগর, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার মোঃ আফিল উদ্দিন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমুল হক নাদিম, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেনসহ মুক্তি যোদ্ধা, বিভিন্ন পেশা জীবি নাগরিক ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রি মিডয়িার সাংবাদিকগন আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শেষে প্রধান অতিথি উপস্থিত ভোটাদের মাঝে স্মাট কার্ড বিতরন ও এই দিবসে নতুন ভোটার তালিকা ভূক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী উপজেলা নিবাচন অফিসার মোঃ ইমরান হোসেন।
Leave a Reply