1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে চক তেমূখ ইসলামগাঁথী খাল পূনঃ খনন কাজেন উদ্বোধন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে চক তেমূখ ইসলামগাঁথী খাল পূনঃ খনন কাজেন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮এপ্রিল) দুপুরে স্থানীয় প্রকৌশল এলজিইডি আওতায় প্রকল্প বান্তবায়নে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে সমস পাড়া স্লুইজগেট সংলগ্ন গুড়নদীর মহনা হতে বড় সাঁওতা হয়ে নাগর নদী মহনা পর্যন্ত প্রায় ৭ কিঃ মিঃ সরকারী এ খাল পূনঃ খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ, আত্রাই উপজেলা প্রকৌশলী মোঃ জোনায়েত আলম, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, চ্যানেল আই নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরুল কায়েস, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্যা, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশা ইউনিয়ন পরিষদের সদস্যা বিউটি বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদিকা ও চক তেমূখ ইসলামগাঁথী পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য মোছাঃ জাহেদা বেগম, সদস্য ফিরোজ হোসেন, শাহজাহান আলী প্রমূখ।

নওগাঁ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ জানান, ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করা এ প্রকল্পের লক্ষ্য। চক তেমূখ ইসলামগাঁথী সমসপাড়া স্লুইজগেট সংলগ্ন গুড়নদীর মহনা হতে বড় সাঁওতা হয়ে নাগর নদী মহনা পর্যন্ত এ খাল পূনঃ খনন কাজ শেষ হলে পূনঃখননকৃত খালে পঞ্চাশ হাজার ঘন মিটার কিউসেক পানি সংরক্ষণ হবে। এ পানি দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন ও কৃষি জমিতে জলাবদ্ধতা দূরীকরণ এবং শুকনো মৌসুমে কৃষকের সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host