নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে খরিপ ২/২০২১-২২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর আত্রাই,নওগাঁ’র আয়োজনে উপজেলা চত্বরে করোনা পরিস্থিতির এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে ধান বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে প্রত্যেক কৃষককে রোপা-আমন(হাইব্রিড) ২ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার, এ ছাড়া রোপা-আমন(উফশী) ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
(এস এইচ রাজু/৪ জুলাই, ২০২১ইং)
Leave a Reply