কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
বুধবার (১ লা সেপ্টম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষির্কীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
বুধবার আত্রাই থানা বিএনপির দলীয় কার্যালয় (সাবরেজিষ্ট্রি) অফিস সংলগ্ন সাবেক চৌধুরী বয়লার মিল চত্বরে আত্রাই থানা বিএনপির আয়োজনে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রানীনগর উপ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন শাখিদার, থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান সরদার, বীরমুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম, থানা যুব দলের আহ্বায়কও থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ একরামূল বারী রন্জু,পারভেজ ইকবাল, হামিদূল হকবাবু প্রমূখ।
Leave a Reply