নওগাঁর আত্রাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, নব-যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি)কাজী মোহম্মাদ অনিক ইসলাম, আত্রাই থানা অফিমার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নওজেশ আরা , উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাহাগোলা ইউপি চেয়ারম্যান এস এম মামুনুর রশিদ, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল,কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিমসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ।
এ ছাড়া মাহে রমজানে পর আসন্ন ঈদুল ফেতর ও বাংলা নববর্ষের উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ইউএনও।
Leave a Reply