নওগাঁ থেকে একেএম কামাল উদ্দিন টগর:
নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে বিষ্ণপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামের সামাদের মোড়ের আত্রাই নদীর তীরে একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সাত্তার উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পার- নুরুল্লাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তিকে গলাকেটে হত্যা করে ক্ষেতে ফেলে রেখে যায়। সকালে কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখে আমাকে সংবাদ দেয়। বিষয়টি থানায় অবগত করা হয়েছে। পরে পুলিশ এসে মরহদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply