একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সাহিত্য পরিষদ এর পক্ষ হতে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদকে সংর্বধনা ও কবির সাথে একক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে এর আয়োজন করা হয়।
এসময় নওগাঁ সাহিত্য পরিষদ এর সহ সভাপতি কবি রবিউল মাহমুদের সভাপতিত্বে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদের সাহিত্যকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন সহ সভাপতি অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন, যুগ্ম সাধারন সম্পাদক রিমন মোরশেদ, ধামইরহাট পৌর কমিশনার আমজাদ হোসেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজ ইন্সটেক্টর ছাইদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কবির স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তি শিল্পি মারিয়া নূর, কবি গুলজার রহমান, সোহাগ হোসেন।
উল্লেখ্য যে, সম্প্রতি বগুড়া লেখকচক্র কবি সম্পাদক আন্ওয়ার আহমদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে লিটল ম্যাগাজিন ” পালকি” সম্পদনার জন্য অরিন্দম মাহমুদকে আন্ওয়ার আহমদ স্মৃতিপদক প্রদান করায় এ সংর্বদনা দেওয়া হয়।
Leave a Reply