নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ২০২০ এ বেশ কিছু চমক দিবেন দর্শকদের। হুমায়ূন আহমেদের রচনায় তার পরিচালিত “আজ রবিবার” ইতোমধ্যে ভারতীয় চ্যানেল ষ্টার প্লাসে প্রচারিত হয়ে বেশ আলোচনায় এসেছে।
এবার এ পরিচালক তার স্বাধীন চলচ্চিত্র থেকে নিজ রচনা ও আরো বেশ কিছু বিখ্যাত লেখকের গল্পে তৈরী করছেন এক ব্যাতিক্রমী গল্প ও সামাজিক সমস্যা নিয়ে এক বিশেষ মেঘা সিরিয়াল “লেডি –মাস্তান” বিভিন্ন ষ্টার সহ নূতন পূরাতন বেশ শিল্পী বৃন্দ।।
পরিচালক বলেন “বাংলাদেশে প্যাকেজ আন্দোলন সহ বেশ কিছু ব্যতিক্রম ঘটনার সাথে তিনি সম্পৃক্ত। এবার বাংলাদেশের দর্শক সহ সাড়া বিশ্বে ই বাংলা নাটকে দৃশ্যপট এবার একটু চমক থাকবে এই “লেডি-মাস্তান” নাটক টি। দেশের স্যাটেলাইট চ্যনেল সহ ইউটিউবে এ নাটক ২০২০ এ এক অন্যরকম ঝড় তুলবে বলে ও তিনি আশাবাদী।
নাটকের সার্বিকভাবে দর্শক গ্রহণযোগ্যতা পাবে এবং এ নাটকের জন্য দর্শকদের শুভকামনা আশা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এ নাটক এবং স্বাধীন চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি।
Leave a Reply