নরসিংদীতে হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে ছাত্রলীগ। করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য হাতকে জীবাণুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশে নিজেদের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেল থেকে নরসিংদীতেও হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজে নামে ছাত্রলীগ। তারা ১ম ধাপে পাচঁশো বোতল স্যানিটাইজার তৈরি করেছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে স্যানিটাইজার তৈরিতে কাজ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এছাড়াও বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছে পাচঁ শতাধিক মাস্ক ও জনসচেতনতা সৃষ্টির জন্য তৈরী করা হয়েছে দুই হাজারের অধিক লিফলেট।
আহসানুল ইসলাম রিমন বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমার নিজ উদ্যোগে আমার সাধ্যমত ছাত্রলীগের কিছু সচেতন ছাত্রনেতাদের নিয়ে তাদের সহযোগীতায় আমি হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছি। নিজেদের তৈরিকৃত এসব স্যানিটাইজার বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে, এছাড়া এর সাথে মাস্ক ও লিফলেটও বিতরন করা হবে। পর্যায়ক্রমে তাদের এ কার্যক্রম জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে নিয়মিত চলবে বলেও জানান তিনি।
Leave a Reply