মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
আজ ০৯ সেপ্টেম্বর২০ বুধবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার ও ফয়জুর রহমানের নেতৃত্বে নরসিংদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তেেএই ভ্রাম্যমান আলাদাত পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি অমান্য করা সহ সরকারী আদেশ সঠিকভাবে পরিপালন না করার কারণেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ ও অননুমোদিত ভাবে অতিরিক্ত সংযোগ ব্যবহারের কারণে ১ টি মামলায় ১০ (দশ) হাজার টাকা অর্থদন্ড ও মালামাল জব্দ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় ০২ টি মামলায় ০১(এক) হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়, পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply