1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

নরসিংদীতে অসহায়দের মাঝে আ.লীগ কেন্দ্রীয় নেতা কাওছারের ত্রান বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৬৫ বার পঠিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন এলাকা রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের জামতলী, উত্তর বাখর ইউনিয়নের লোচনপুরা ও আদিয়াবাদ ইউনিয়নের নয়াচরে কর্মহীন ও হতদরিদ্র ২শতাধিক পরিবারে মধ্যে করোনাকালীন ত্রাণ সহযোগিতা বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এড এবিএম রিয়াজুল কবীর কাওছার।

ইতিমধ্যে তিনি ১০০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এবং উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে আরো ১০০০ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করবেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান দ্বারা অভ্যাহত থাকবে বলে জানান তিনি। ইতিমধ্যে চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, ডাল ১কেজি, তেল ১ লিটার, পিয়াজ ১কেজি, হুইল সাবান ২টা, লবন ১কেজির প্যাকেজে ১০০০ব্যাগ বিতরণ করেন। কোভিড-১৯ এর কারনে খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিবারগুলো বাছাই করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বাকি দিনগুলোতেও আরো ১৪শত পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকার প্রচুর পরিমানে ত্রান সামগ্রীর স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছেন। যত বিপর্যয়ই হোকনা কেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক সুবিধা পাবে কেউ না খেয়ে থাকবেনা। এই মরণব্যাধি করোনাভাইরাস সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। দল, মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে এবং জাতির এই ক্লান্তি লগ্নে বিত্তবানরা কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাড়ালে সমাজ আরো সুন্দর হবে বলে তিনি উল্লেখ করেন।

ত্রান সহযোগিতা বিতরনকালে তার সাথে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগনেতা একেএম মহিউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খন্দকার, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসন, কেন্দ্রীয় কৃষক কমান্ডের অন্যতম সদস্য জহির উদ্দিন আহমেদ নাসিম, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host