1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (১৮ আগস্ট) রাত দেড়টার দিকে মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর বিলপাড় গ্রামে একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ভবনের সিঁড়ির সামনে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

গ্রেফতারকৃতরা ডাকাত দলের সদস্যরা- নরসিংদীর মাধবদী থানাধীন নরশ্বরদী (ব্রাহ্মন ডৌকাদী) গ্রামের মৃত আঃ রহমান ওরফে রব’র ছেলে আবু কালাম ওরফে উজ্জ্বল, ডৌকাদী (ডৌকাদী টাকপাড়া) গ্রামের মৃত জমির আলী’র ছেলে ইউনুছ আলী ওরফে গাছুয়া, নরসিংদী পৌর শহরের ব্রাহ্মনপাড়া এলাকার মৃত বাদল মিস্ত্রী’র ছেলে হালিম ওরফে হাইল্যা,  নারায়নগঞ্জের আড়াইহাজারের বগাদি (সিটি বাজার) গ্রামের শামসুল হক‘র ছেলে মোঃ ইকবাল ও একই উপজেলার বালিয়া পাড়া (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে) গ্রামের মোহাম্মদ আলী ওরফে মগ‘র ছেলে জাকির হোসেন।

সংকাদ সম্মেলনে জানানো হয়, মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর বিলপাড় সাকিনস্থ একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের কাছে এক দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ’র নেতৃত্বে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান, এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক ও এসআই মোঃ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায় পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নির্মাণাধীন পেট্রোল পাম্পের  ভবনের সিঁড়ির সামনে থেকে ডাকাত দলে ৫ সদস্যকে  আটক করা হয়।বাকীর সদস্যরা পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি লোহার ছুড়ি, ১টি স্টিলের হাতল যুক্ত কিরিচ, ১টি লোহার শাবল ও ১টি রামদা উদ্ধার করা হয়।

ইনামুল হক সাগর জানান, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবদী থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host