নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে অস্বচ্ছল পূজা মন্ডপ সমূহ ও করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হিন্দু ধর্মাবলম্বীদের সৎকার টিমের সদস্যদের মধ্যে আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্য্যালয়ের সম্মেলন কক্ষে এসব আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় জেলার ১২ টি অস্বচ্ছল পূজা মন্ডপকে বিশেষ অনুদান হিসেবে পাচঁশত কেজি চাউল ও করোনা মহামারীকালীন হিন্দু ধর্মাম্বলীদের সৎকার টিমের ২০ জন সদস্যকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিসা আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শাহরুখ খান, পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক দীপক সাহা, সদস্য হলধর দাস ও প্রীতি রঞ্জন সাহাসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
Leave a Reply