আবুল কাশেম, নরসিংদী
নরসিংদীতে আগ্নেয়াস্ত্রসহ নজরুল ইসলাম (৩৭) ও কাউসার মিয়া (৩৬) নামে দুই ভাড়াটিয়া সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার ভোর রাতে নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতকারকৃতরা, নরসিংদী সদর উপজেলার নেকজান পুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও একই উপজেলার দক্ষিণ পুরানপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে সন্ত্রাসী কাউছার মিয়া
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলা গোয়েন্দা পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার পিপিএম ও এসআই তাপস কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার শহরের বাসাইল এলকার মোহাম্মদ হোসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ থেকে একটি সচল পিস্তল ম্যাগাজিন সংযুক্তসহ তাদের গ্রেফতার করেন।
শুক্রবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।
সন্ত্রাসী নজরুল ইসলাম ও কাউছার মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়
Leave a Reply