1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

নরসিংদীতে আমির হোসেন হত্যা মামলার আসামী শাহীনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১৮৮ বার পঠিত

নরসিংদীর শহরের বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবিরকে আজ ৩০আগস্ট/২0 আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার পিপিএম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ৩০ আগস্ট/২0 ভোর ০৫:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন(৪২),পিতা মৃত-ফয়েজ উদ্দিন,সাং-ঘোড়াদিয়া, থানা ও জেলা-নরসিংদী গুলিতে নিহত হয়।নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআই সৈয়দ রুহুল আমিন, নরসিংদী মডেল থানা ও এসআই তাপস কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর দুটো টিম তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী আসামী (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির (৩৭),পিতা- খোরশেদ মোল্লা,সাং-রাজনগর,থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তলসহ রায়পুরা থানাধীন রাজনগর গ্রাম হতে ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করেন। আসামী শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুনসহ ডাকাতি মামলা ১ টা, ডাকাতি মামলা ৪ টা, অস্ত্র মামলা ১ টাসহ মোট ৬ টা মামলা আছে।

গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আজকে সকালে অত্র হত্যার ঘটনা ঘটে। তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল। আমির হোসেন হত্যাকান্ডে নরসিংদী মডেল থানার মামলা নং-৭০, তাং-৩০/০৮/২০২০খ্রিঃ, ধারা- ৩০২ পেনাল কোড রুজু হয়েছে।
মামলাটি এসআই সৈয়দ রুহুল আমিন তদন্ত করছেন। অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে। ধৃত আসামীঃ (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭), পিতা-খোরশেদ মোল্লা, সাং-রাজনগর,থানা-রায়পুরা, জেলা-নরসিংদী,বর্তমান সাং-বানিয়াছল খালপাড়, থানা ও জেলা-নরসিংদী।

উদ্ধারকৃত আলামতঃ (১) একটি সচল পিস্তল। যা লম্বা ৭.৬ ইঞ্চি। (২) একটি ম্যাগজিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host