নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নরসিংদী সিভিল সার্জন অফিস ফেইসবুক পেইজ খেকে এ তথ্য পাওয়া গেছে। জেলা থেকে ১৯০টি নমুনা সংগ্রহ করে বুধবার (০৩ জুন) পরীক্ষার জন্য পাঠানো হলে ১৬৫টির ফলাফল পাওয়া যায়। প্রাপ্ত ফলাফলে ৩৬টি করোনা পজিটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৩৯ জনে।
পরে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সাথে যোগাযোগ করলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৩৩ জন সদর উপজেলার, ০১ জন রায়পুরা উপজেলার ও ০২ জন মনোহরদী উপজেলার।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ৮৩৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫৮৪ জন, রায়পুরাতে ৬১ জন, শিবপুরে ৬০ জন, বেলাবোতে ৫০ জন, পলাশে ৫৮ জন ও মনোহরদীতে ২৬ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৩ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০২ জন ও রায়পুরায় ০১ জন।
এদিকে নরসিংদীতে নমুনা সংগ্রহের প্রায় এক সপ্তাহ পর ফলাফল হাত পাওয়ায় সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। নমুনা পরিক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে হাতে পেলে জেলায় উপসর্গ নিয়ে মৃত্যূর সংখ্যা অনেকটাই হ্রাস পেত বলে মনে করছেন সচেতন মহল।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/০৯-০৬-২০ইং
Leave a Reply