নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার (১৩ মে) ১৪৪টি নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হলে এতে ৩৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯২ জনে।
শনিবার রাতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ তারিখে পাঠানো ১৪৪ টি নমুনার মধ্যে ৩৭ টি পজিটিভ । তাদের মধ্যে নরসিংদী সদরে ২০ জন, মাধবদীতে ১৬ জন ও বেলাবোতে ০১ জন।
নরসিংদী জেলায় নতুন করে আরো ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা এখন ২৯২ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আইসোলেশন মুক্ত ১৫৯ জন । বর্তমানে আইসোলেশন এ আছেন ৯২ জন। শুক্রবার ল্যাব ক্লিনিং এর জন্য বন্ধ থাকায় ১৩ ও ১৪ তারিখের নমুনার রেজাল্ট যথা সময়ে পাওয়া যায়নি।
এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।উল্লেখ্য, গত ৬ এপ্রিল নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত এই রোগে মৃত্যুবরণ করেছে ৪ জন। এর মধ্যে নরসিংদী সদর উপজেলার ৩ জন ও পলাশ উপজেলার একজন। এছাড়া গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১৬-০৫২০ইং
Leave a Reply