নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দশনা অনুযায়ী অসহায় ও নিম্ন আয়ের ২হাজার পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্যদ্রব্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন আলী হোসেন ফাউন্ডেশন, নরসিংদী।
রবিবার (১৭ মে) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাব এর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার প্রাঙ্গণে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। চাল, ডাল, তৈল, চিনি, সাবান, লবন, সেমাই, পৌলাও চাল, সেমাই ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর শাহরুখ খান, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, আলী হোসেন ফাউন্ডেশন ত্রাণ কমমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, সাহেপ্রতাব এর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ সুলতান উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতন থাকার আহবান জানান। আমরা চেষ্টা করবো একটি মানুষও যাতে অনাহারে না থাকে।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.