ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান ও সামাজিকভাবে ধর্ষকদের বয়কটের আহ্বান জানানো হয়েছে নরসিংদীতে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২০) নরসিংদী প্রেসক্লাবের সামনে উন্মোচন সাহিত্য পরিষদ’র উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে নরসিংদীর সচেতন ছাত্র সমাজ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা যাত্রী কল্যাণ সমিতি সহ নরসিংদীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সচেতন ব্যক্তিরা। উন্মোচন সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সভাপতি মো. মাহবুব আলম এর সভাপতিত্বে মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন’র কাছে হস্তান্তর করা হয়। উন্মোচন সাহিত্য পরিষদ নরসিংদী জেলা শাখার সমন্বয়ক মোঃ তারেক রহমান’র সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রায়পুরার সভাপতি কবি ও গবেষক মহসিন খোন্দকার, উন্মোচন সাহিত্য পরিষদ’র স্থায়ী কমিটির সদস্য সাইফুল ইসলাম মুন্না, তুহিন ভূঁইয়া, নরসিংদী জেলা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন রাশেদ, ন্যাশনাল কলেজ অব এডুকেশন নরসিংদীর উপাধ্যক্ষ আরিফ পাঠান, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি এম বিলাল হুসাইন, মোঃ ওমর ফারুক সরকার, নরসিংদী জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি সাইদুজ্জামান আঙ্গুর, সহ-সভাপতি এড. খন্দকার হালিম, উত্তরণ সামাজিক সংগঠন এর সভাপতি কেএইচ খলিলুর রহমান আপেল, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক কমিটির সাংগঠনিক সম্পাদক ফারহান জুনায়েদ, উন্মোচন সাহিত্য পরিষদ রায়পুরা শাখার সভাপতি প্রভাষক আবুল হাসান তারেক, সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ, শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, সমন্বয়ক মোঃ ওমর ফারুক, নরসিংদী সরকারি কলেজ শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশিক, নরসিংদী পৌর শাখার সভাপতি ফরহাদ সরকার মাছুম, নরসিংদী জেলা ব্লাড ডোনার সমন্বয় পরিষদের আহŸায়ক মনজিল এ মিল্লাত, নরসিংদী সারাদিন সম্পাদক এটিএম মোস্তফা বাবর, প্রথম আলোর নরসিংদী জেলা প্রতিনিধি প্রনব কুমার দেবনাথ, আদিয়াবাদ আদর্শ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সোহরাফ হোসেন অপু, উন্মোচন সাহিত্য পরিষদ নরসিংদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি মোঃ তারিফ খন্দকার, সাধারণ সম্পাদক জোবায়ের খন্দকার জেমিন, শিক্ষার্থী রাসেল সিদ্দীকী, শাহ মোহাম্মদ প্রমুখ। আয়োজনে সমন্বয় করেন উন্মোচন সাহিত্য পরিষদ’র ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মোঃ আকাশ মিয়া।
আয়োজনে বক্তারা বলেন, নারী নির্যাতনের এ ভয়ংকর পরিসংখ্যান আমাদেরকে বিব্রত করছে। লজ্জাজনক এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই। আর সেই চাওয়া থেকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মকে হাতে হাত রেখে আজ ঘোষণা করতে হবে ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির জোরালো দাবী। আসুন আমরা সবাই মিলে সামাজিকভাবে ধর্ষকদের বয়কট করি। নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করতে হবে। ধর্ষকদের মতো বিকৃত মন মানসিকতা নিয়ে যারা চলেন তাদেরকেও বয়কট করতে হবে। আয়োজন শেষে ধর্ষকদের কঠোর শাস্তি দাবী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ধর্ষকদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্ষণের ঘটনায় দেশের পরিস্থিতিকে অন্যদিকে ঘুরানোর চেষ্টাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।
Leave a Reply