মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (২২ ডিসেম্বর ২১) দুপুরে ইন্ডিপেনডেন্ট কলেজ নরসিংদী‘র মিলনায়তনে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেন একতারা ফাউন্ডেশন।
একতারা ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডক্টর শফিউল আজম কাঞ্চন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট কলেজ নরসিংদী’র অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাক্তার আনোয়ার ফরাজী ইমন।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারী কলেজ শিক্ষক সমিতি’র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সেলিম, নরসিংদী জেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নারী উদ্যোক্তা বাংলাদেশ’র চেয়ারম্যান রুপা আহম্মেদ, একতারা ফাউন্ডেশনের মহাসচিব ও একতারা ২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল ইসলাম নাসিম প্রমূখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, সাংবাদিক মোঃ মোস্তফা খান, নাট্য নির্মাতা পার্থিব মামুন, অভিনেতা মাসুম খান, মাসুম খান রাজ, শামীম আহমেদ, ডেন্টিস আলতাব হোসেন, মাসুদ আলম সুমন, আবদুল মজিদ, এস আই জাহাঙ্গীর আলম সহ বিশিষ্টজন।
এই বছর একতারা পরিবারের পক্ষ থেকে যারা একতারা বিজয় উৎসব সম্মাননা স্মারক পেয়েছেন, ডাক্তার আনোয়ার ফরাজী ইমন (জনকল্যাণ), ডক্টর মশিউর রহমান মৃধা (শিক্ষা), বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল (সমাজ সেবা), মরহুম আফাজ উদ্দিন (জনকল্যাণ), ডাক্তার হাদিউর রহমান তানজিদ (জনসেবা), সাংবাদিক মোস্তফা খান (জলবায়ু বিপর্যয় রোধে ভূমিকা) রাখায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এই বছর একতারা তারকা পুরুস্কার পেয়েছেন সেরা অভিনেতা মাসুম খান (কৃষকের ভালোবাসা), পার্থিব মামুন (চিরদিন তুমি যে আমার), জাহাঙ্গীর আলম (প্রতিবাদী মানুষ), রক্ত সৈনিক বাদল (প্রতিবাদী মানুষ), রনি ইমরান (ক্ষুদি), সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন চৈতী মামুন (চিরদিন তুমি যে আমার), ফারিয়া আফরীন ( ক্ষুদি), মনি রানী বিশ্বাস (কৃষকের ভালোবাসা), সেরা খল চরিত্রে পুরুস্কৃত হয়েছেন- আব্দুল মজিদ (প্রতিবাদী মানুষ), শামীম আহমেদ (ক্ষুদি), সেরা গল্পে পুরুস্কৃত হয়েছেন নাসিমুল ইসলাম নাসিম (কৃষকের ভালোবাসা), ইকবাল হোসেন মাহমুদ ( ক্ষুদি), সেরা পরিচালক এর পুরস্কার পেলেন পার্থিব মামুন ( চিরদিন তুমি যে আমার), সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছে অধরা (কৃষকের ভালোবাসা)
আরিয়ান ডটকম এর সিইও কন্ঠ শিল্পী রবিন আহমেদ এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানকে করেছে বহুগুণে গুণান্বিত ও আকর্ষণীয়।
উল্লেখযোগ্য যে, একতারা পরিবার বিজয় দিবস উপলক্ষে একতারা বিজয় উৎসব নিয়মিত আয়োজন করে আসছে।
Leave a Reply