1. mostafa0192@gmail.com : admin2024 :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

নরসিংদীতে এপেক্স ক্লাবের যৌথ ক্লাব স্কুলিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ফাহিম আহমেদ খান, স্টাফ রিপোর্টার:

এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ৪টি ক্লাবের যৌথ ক্লাব স্কুলিং প্রোগ্রাম মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নরসিংদী জেলা শহরের অরবিট রেস্টেুরেন্টে জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়।

যৌথ ক্লাবগুলো হলো: এপেক্স ক্লাব অব ভৈরব, এপেক্স ক্লাব অব টিউলিপ, এপেক্স ক্লাব অব রায়পুরা ও এপেক্স ক্লাব অব নরসিংদী গ্রীন (ইউসি)।

যৌথ ক্লাব স্কুলিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন জেলা গভর্নর ০১ এপেক্সসিয়ান সাইফুল ইসলাম। সম্মানিত রিসোর্স পারসন্স হিসেবে ছিলেন এপেক্সিয়ান. ডা: মজিবুর রহমান L G এপেক্স বাংলাদেশ ও এপেক্সিয়ান হাবিবুর রহমান চৌধুরী N S এপেক্স বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন এপেক্সসিয়ান মেহেদী আহমেদ NIRD এপেক্স বাংলাদেশ, জেলা গভর্নর ০২ এপেক্সসিয়ান মোস্তফা আল আতিক, জেলা ০১ D S এপেক্সিয়ান মো: মকসুদুর রহমান মামুন, PNAD এপেক্সিয়ান অলিউল্লাহ রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ক্লাব থেকে আগত এপেক্সিয়ান সাইদুর রহমান প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অব ভালুকা , এপেক্স ক্লাব অব ঢাকা রয়েলস এপে. আদিল ভূইয়া, এপে.আরিফুল হাসান, এপেক্স বার্তা এডিটর কাজী মেহেরুন নাহার লাভলী, এপেক্স ক্লাব অব ভৈরব এর প্রেসিডেন্ট এপে. আব্দুর রউফ সরকার, আইপিপি এপে. মতিউর রহমান ভূইয়া জাকির, এপেক্স ক্লাব অব টিউলিপের প্রেসিডেন্ট লুবনা নাসরিন লতা ও সেক্রেটারি এপেক্সিয়ান সম্পা বেগম, এপেক্স ক্লাব অব রায়পুরার IPP এপেক্সিয়ান মো: সুলতান খান, প্রেসিডেন্ট মো. মোস্তফা খান ও সেক্রেটারি এপে. শামসুল হুদা আনসারী ও বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্ট ও এপেক্সিয়ানবৃন্দ।

যৌথ ক্লাব স্কুলিং এর সার্বিক দায়িত্বে ছিলেন এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর প্রেসিডেন্ট এপে. আবদুর রউফ সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host