মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদীতে করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে জেলার প্রতিটি নাগরিকের মাঝে মাস্ক বিতরণরে লক্ষ্যে দুই লাখ মাস্ক ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্রেট সৈয়দা ফারহানা কাউনাইন একযোগে জেলার ৭১টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রেজাউর রহমান ছিদ্দিকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, স্থানীয় মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুব হাসান প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলোদেশে করোনার প্রাদুর্ভাব যখন দেখা দেয় তখন নরসিংদী অতি নিকটে হলেও তেমনভাবে আক্রান্ত করতে পারেনি। কারণ নরসিংদীর মানুষ প্রস্তুতি গ্রহণ করেছিল। ঠিক তেমনি করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে জেলার প্রায় ১৯ লাখ মানুষের মাঝে ৩৯ লাখ মাস্ক বিতরনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ত্রিশ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। আজ দুই লাখ মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়। বাকি সাত লাখ মাস্ক কিছু দিনের মধ্যেই বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে মেহেরপাড়া ইউনিয়নের জনগণের জন্য উদ্বোধন উপলক্ষে ১০ হাজার মাস্ক, ৫ হাজার সাবান ও ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Leave a Reply