1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

নরসিংদীতে নতুন করে করোনায় একজনের প্রাণ গেল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে নতুন করে করোনায় প্রাণ কেড়ে নিল আক্রান্ত একজন ব‍্যক্তির । মৃত‍ ওই ব‍্যক্তি নরসিংদী  সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫৬২ জনে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে  ৯১ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে ৫৪ পরীক্ষায় ১৭ জন শনাক্ত হয় ও আরটিপিসিআর ল্যাবে ৫৫টি পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া সদর উপজেলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, ৫ জন শিবপুরের ও ৩ জন পলাশের বাসিন্দা।

নরসিংদী জেলায় এ পর্যন্ত ৬১ হাজার ৬৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ১০৮ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৭ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ২২১ জন, রায়পুরাতে ৬১৮ জন, বেলাবতে ৭৩৯ জন, মনোহরদী ৮৯৭ জন, শিবপুরে ১ হাজার ৪২৩ জন, পলাশে ১ হাজার ৬৬৪ জন।

নতুন একজনসহ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host