নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে দিন দিন করোনা পরিস্থিতি নাজুক হতে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং জেলার কোভিড হাসপাতালে ৪৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে বৃহস্পতিবার সকালে ২ জনের মৃত্যু হয়েছে।
এরই অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম থেকে শুরু করে জেলখানা মোড় পর্যন্ত লিফলেট বিতরণের নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল ইসললাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, কোভিড-১৯ হাসপাতাল’র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবং জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানিয়েছেন, আগামীকাল থেকে যদি করোনা সংক্রণ প্রতিরোধের স্বাস্থবিধি মানার ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও জেলা শহরে বিভিন্ন দোকান-পাট নিদ্দিষ্ট সময়ের মধ্যে খোলা ও বন্ধ করার জন্য দুপুরে ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে বসবে জেলা প্রশাসক।
Leave a Reply