নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধের অংশ হিসেবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নডানা’।
শুক্রবার বিকেলে শহরের পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া।
স্বপ্নডানা’র সভাপতি কাজী মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. মেহেদী হাসান কাউছার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নবধারা শিক্ষা পরিবারেরর চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, নরসিংদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মনজিল-এ মিল্লাত, পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিন।
ঈদ উপহারের মধ্যে ছিল, পোলাওর চাল, আলু, ডাল, পেঁয়াজ, তেল, দুধ ও সেমাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বপ্নডানা’র সিনিয়র সহসভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায়, সহ সভাপতি ড. শেহেলী ফারজানা, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক লক্ষণ বর্মণ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সবুজ আহমেদ, অর্থ সম্পাদক মো. স্বপন মিয়া, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম প্রিন্স, সদস্য মাধব সূত্রধর, মো. নিহাল, মো. রবিন, মো. শামসুল হুদা আনসারী প্রমূখ।
Leave a Reply