নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে স্বর্ণকার সমিতির সকল কর্মহীন সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (১২ মে) দুপুরে শহরের শাপলা চত্ত্বর এলাকায় পৌর মেয়রের নিজস্ব কার্যালয়ের সামনে নিজস্ব অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া পৌর মেয়রের নিজস্ব অর্থায়নে প্রতিদিন নরসিংদীর বিভিন্ন এলাকায় ৫ হাজার মানুষের মাঝে ইফতার হিসেবে ভূনা খিচুড়ি ও ডিম ভূনা পৌঁছে দিচ্ছেন। ইফতার বিতরণের কাজে সহযোগিতা করছে, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply