নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর নূরালাপুরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন ১০জন নারীর মাঝে সেলাই মেশিন, ১০জন সেলুন কর্মীদের মাঝে ইনফ্রারেড থার্মোমিটার ও একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি দোকান বরাদ্দ দিয়েছে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এর আগে নূরালাপুর-গদাইরচর বিকল্প সংযোগ সেতুর (বাঁশের সাঁকো) ও স্ট্রিট সোলার লাইট উদ্বোধন করেন তিনি।
আজ দুপুরে নরসিংদী সদর উপজেলার নূরালাপুরে নরসিংদী জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও নূরালাপুর ইউনিয়ন পরিষদের সমন্বয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. শাহ্ আলম মিয়া, নূরালাপুর ইউপি চেয়ারম্যান মো. খাদেমুল ইসলাম ও নূরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ্ মোল্লাসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply