নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটে কর্মহীন ১২শত পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেছে সাবেক যুবলীগ নেতা। বুধবার সকালে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী নেতা মোহাম্মদ সোহেল পারভেজ উপজেলার ডৌকারচর ইউনিয়নের ৩টি স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, ডৌকাচর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা মিজান প্রমূখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী নেতা মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, করোনার বিস্তাররোধে সারাদেশে লকডাউন চলছে। যার কারণে অনেকেই কর্মহীন হয়ে গেছে। কর্ম না থাকায় তারা খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অসহায় মানুষদের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ঈদের আগে আমার ইউনিয়নের কর্মহীন মানুষদের পাশে দাড়িঁয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করে ঈদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি।
জোনাকি টেলিভিশন/এলবি/এসএইচআর/২০-০৫-২০ইং
Leave a Reply