নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন। নারীদের কল্যাণে ও নারী নির্যাতন রোধে বর্তমান সরকার আইন প্রণয়ন, বিশেষ আদালত গঠন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বহুবিধ কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য উপস্থিত উপকারভোগীদের প্রতি আহবান জানান।
Leave a Reply