স্টাফ রিপোর্টার, নরসিংদী:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত হয়েছে SLP- 202301 (স্কুল লেবেল প্রজেক্ট -২০২৩,০১)।
এ প্রজেক্টের আওতায় বেছে নেয়া হয় রায়পুরা উপজেলার হাইরমারা চাইল্ডহোম প্রি ক্যাডেট স্কুলটি।
উক্ত স্কুলে ৪র্থ এবং ৫ম শ্রেণির বাচ্চাদের জন্য পরিবেশ সম্পর্কিত রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
উক্ত ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ডহোম প্রি ক্যাডেট স্কুলের মহাপরিচালক গোলাম সরোওয়ার এবং প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন চাইল্ডহোম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জুনাইদ হাসান।
এসময় স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ ছাড়াও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কমিটি মেম্বাররা উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম শেষের দিকে প্রতি ক্লাস থেকে পাঁচ জন করে শিক্ষার্থীর পুরস্কার হিসেবে গাছ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও অংশগ্রহণকারী সকল বাচ্চাকে চকলেট এবং বেলুন দেয়া হয়। সাধারণ সম্পাদক মোছা. জান্নাতীর উপস্থাপনায় এবং কমিটি মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply