নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে পারিবারিক কৃষির পরিসর বৃদ্ধির লক্ষ্যে সবজি-পুষ্টি বাগান স্থাপন সংক্রান্ত প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।শনিবার সদর উপজেলায় পাঁচদোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শোভন কুমার ধর’র সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, পাঁচদোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ফারহানা কাউনাইন ‘কোন জমি অনাবাদি রাখা যাবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা পালন করতে প্রত্যেক বাড়িতে সবজি-পুষ্টি বাগান স্থাপনের আহবান জানান।
এসময় ৩২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১২ রকমের বীজ ও প্রত্যেককে ১ হাজার ৯৩৫ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২০-০৬-২০ইং
Leave a Reply