শরীফ ইকবাল রাসেল, নরসিংদী :
দেশে হরেক রকমের ফেরিওয়ালা শেষে সর্বশেষ দেখা গেছে আলোর ফেরিওয়ালা। কিন্তু এবার নরসিংদীর পলাশে দেখা গেছে খাদ্যের ফেরিওয়ালা। আর সেটি করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়। এই খাদ্যের ফেরিওয়ালা হিসেবে খ্যাতি পেয়েছেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
জনগনের কাছ থেকে যেমনিভাবে ভোট চেয়ে এনেছেন, তেমনি তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিন, করোনা মোকাবেলায় দেশের সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় পলাশের এই সংসদ সদস্য এমন উদ্যোগে নিয়েছেন।
মানুষকে ঘরে রাখার লক্ষ্যে উপজেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার হত দরিদ্রদের তালিকা প্রনয়নের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগে গ্রহণ করেন সংসদ সদস্য পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ।
এই কর্মসূচীর সূচনা করেন আজ মঙ্গলবার। উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলী এলাকায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল আর আলু বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এসময় ভ্যান বোঝাই খাদ্যসামগ্রী নিয়ে হত দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌছেন দেন এই সংসদ সদস্য।
এসময় সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে ঘরে থাকা হত দরিদ্র জনগনের ভরণ পোষনের জন্য প্রতিটি ইউনিয়ন থেকে তালিকা প্রনয়নের মাধ্যমে সপ্তাহে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল ও দুই কেজি আলু করে ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে। যতদিন দেশে করোনা থাকবে বা হত দরিদ্র জনগণ কর্মমূখী না হবে, ততদিন এই কর্মসূচী চলবে। এই কর্মসূচীতে কোন প্রকার অপবাদ ও দূর্নীতি রোখতে নিজে রিকসা বা ভ্যানে করে খাদ্যসামগ্রী প্রত্যেক পরিবারে নিজ হাতে পৌছে দেব। আমি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীর্ঘদিন, শুধু তাই নয় পলাশের জনগনকে চিকিৎসা সেবার মাধ্যমে প্রতিটি পরিবারকে চেনা-জানা। তাই কোন কোন পরিবার হত দরিদ্র তা আমার জানা আছে, তাই তাদের প্রত্যেকের ঘরে ঘরে এই খাদ্যসামগ্রী পৌছে দেবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে করোনা শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানান তিনি। তার এই কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা করছেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরমেয়র শরিফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী।
Leave a Reply