নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে সরকারি নির্দেশনা মেনে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেচলতে গণ পরিবহন যেমন: বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চলাচলের সঠিক নির্দেশনা মানা হচ্ছে কি না সে বিষয়টি নিয়ে কাজ করছে নরসিংদী জেলা পুলিশ।
সোমবার (১ জুন) থেকে দেশে সরকারি নির্দেশনা মোতাবেক গন পরিবহন চালু করা হয়। কিন্তু এতে থাকবে কিছু সরকারি নির্দেশনা। যেমন যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন চালাতে হবে। সেজন্য নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার) পিপিএম নিজে পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন।
এছাড়াও বাসের যাত্রীদের সাথেও পুলিশ সুপার কথা বলেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যে নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার নরসিংদী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং শ্রমিক, ড্রাইভার, হেলপারদের মাঝে স্বাস্থ্য সামগ্রী যেমন: মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
এসময় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Leave a Reply