নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় বুদ্ধিজীবি দিবসে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলার ৬টি উপজেলায় একযোগে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব দপ্তরের সামনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।
এসময় প্রায় ১0 মিনিট সারাজেলার বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ নিরাপদ দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে রাস্তার দু’পাশে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ কর্মকর্তারা সারিবন্ধভাবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলার স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা প্রদীপ প্রজ্জ্বলন বর্মসূচিতে অংশ নেয়।
এছাড়ারও অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনুরূপ কর্মসূচি পালন করেন।
একই সময়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশ নেয়।
একই সময় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন ‘বাঁধনহারা’ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়েরবাগ বধ্যভূমির ইমেজ থিয়েটার প্রদর্শন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রদীপ প্রজ্জ্বলন শেষে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ‘বাঁধনহারা’ ইমেজ থিয়েটার প্রদর্শনী পরিদর্শন করেন।
Leave a Reply