আবুল কাশেম, নরসিংদী
নরসিংদীতে গরু চুরি করতে এসে গনপিটুনিতে জজ মিয়া(৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন । সোমবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের খোদাদিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম জজ মিয়া রায়পুরা উপজেলার সোনাকান্দি গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। অপরদিকে আহত ব্যাক্তির নাম আলী হোসেন (৫০) সে একই উপজেলার আমিরাবাদ এলাকার মৃত মহিজউদ্দিনের ছেলে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত জজ মিয়া ও আহত আলী হোসেন সোমবার দিবাগত রাত ২টার দিকে হাজী জনাব আলী’র বাড়িতে একটি বাছুরসহ গাভী চুরি করার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এসময় গ্রামবাসী তাদেরকে গনপিটুনিতে আহত করে। এসময় গ্রামবাসী আহত চোরদ্বয়কে পাহাড়ার জন্য গ্রাম পুলিশ সাইফুলকে দায়িত্ব দেয়। সে তাদেরকে সারারাত পাহাড়া দেওয়ার পর সকাল ১০টার দিকে মৃত্যূর কোলে ঢলে পড়ে জজ মিয়া।
এদিকে গরু চুরি ও গনপিটুনির থানা পুলিশকে অবগত করলে প্রায় ১১টার দিয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহত আলী হোসেনকে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায় নিহত জজ মিয়ার মোবাইল ফোন থেকে স্থানীয় মোমেন পিতা হক সাব, রুপচান পিতা গিয়াস উদ্দিন এর নাম্বার পাওয়া গেছে। তাদের সাথে সবশেষ রাত দেড় টার দিকে তাদের ফোনে কথা হয়। গরু চোরদের সাথে স্থানীয় মোমেন ও রুপচান এর সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ এবং স্থানীয়রা।
এব্যাপারে স্থানীয় আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, বিষয়টি শুনেছি। গনপিটুনিতে মৃত্যূর ঘটনাটি দুঃখজনক।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করেন।
Leave a Reply