নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে ০২ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার (১৭ মে) রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে নবীপুর এলাকা থেকে গাঁজাসহ মোতালেব মিয়া(৫৬)কে গ্রেফতার করে।
এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়ার সমন্বয় ও পরিদর্শক রূপণ কুমার সরকার।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী নরসিংদীর নবীপুর এলাকার মৃত-শুক্কর আলীর ছেলে মোতালেব মিয়া(৫৬)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য – ১০,০০০ টাকা। আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply