নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গাজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৭ জুন) নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় অভিযান পরিচালনা চালিয়ে পৌনে ছয়টায় বেলাব থানাধীন নীলক্ষীয়া গ্রাম হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ সাদেক @ ছাদেক মিয়া (৫১) ও মরিচাকান্দি এলাকার মোঃ রবিউল ইসলাম রবি (৩৫)কে এক কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য -২০,৬০০ টাকা। গ্রেফতারকৃত আসামী ছাদেকের বিরুদ্ধে ইতোপূর্বে ১৩ টা মাদক মামলা ও আসামী রবিউলের বিরুদ্ধে ইতোপূর্বে ২ টা মাদক মামলা আছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply