নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত স্যামরি ডাইং কোম্পানির গোডাউনে এক ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার ভুইয়ার ঘাট স্থানে প্রতিষ্ঠানটির উত্তর পাশে অবস্থিত কেমিক্যাল গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে থাকা প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্যামরি ডাইং কারখানার জিএম মেজর (অব.) আরেফিন জানান, সন্ধা সাড়ে ৫ টার সময় প্রতিষ্ঠানটির কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে গোডাউনে থাকা সুতা, সুতার কেমিক্যাল, মেশিনারি ও ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। গোডাউনে লোক না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদী সদর ও মাধবদীরসহ মোট ৮টি ইউনিট সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসিরউদ্দিন।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2024 Jonakitv. All rights reserved.