নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে হেফাজতে ইসলামীর নামে করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৪ নেতার নিঃশর্ত মুক্তি দাবী করে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি। শনিবার (৫ জুন) দুপুরে নরসিংদী চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি ও নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুল বাসেত ভূইয়া, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যদলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা বিএনপির সেচ্ছাসেবীক বিষয়ক সম্পাদক মোস্তাাকিন পান্না, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মুকাররম হোসেন, যুগ্ম সম্পাদক দিদার হোসেন, জেলা জাসাসের সভাপতি সারোয়ার হোসেন ঝন্টু ভূইয়া প্রমূখে নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রেফতারকৃত জেলা বিএনপির কোষাধ্যক্ষ সমীর ভূইয়া, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক ও কাজী সালমানের নি:শর্ত মুক্তিসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়। এছাড়ার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দেয়ার জোর দাবী জানানো হয়।
খায়রুল কবির খোকন বলেন, নরসিংদীতে গ্রেফতারকৃত বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৪ জন নেতার কেইই মামলার এজার ভুক্ত আসামী নয়। শুধু মাত্র রাজনৈতিকভাবে বিএনপিকে প্রতিহত করতে তাদের নামে ষড়যন্ত্রমূলক গ্রেফতার করা হয়।
Leave a Reply