নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে রাশেদুল হাসান রিন্টু কে সভাপতি ও আসলাম ফকিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে এ কমিটি গঠন করা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন হাজী কামরুল হাসান। সহ -সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী, গোলাপ হোসেন মোল্লা, সোলেমান মিয়া, আসাদুজ্জামান কাজল। এতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুর রহমান আরিফ।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিনুল হক ও কোষাধ্যক্ষ মোঃ আমান উল্লাহ মিয়া।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আরো ১১ জন। প্রসঙ্গত, নরসিংদীতে ছোট বড় প্রায় এক হাজার টেক্সটাইল মিলসহ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সহ নানাবিধ সমস্যা সমাধানে ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, দেশীয় কাপড়ের চাহিদার ৫০ ভাগ কাপড় উৎপাদন করে নরসিংদীর চৌয়ালার কাপড় ব্যবসায়ীরা।
Leave a Reply