নরসিংদী প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে নরসিংদী শহর ছাত্রদল ।
রবিবার বিকেলে নরসিংদী শহরের খাটেহারা চেয়ারম্যান মার্কেটে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহর ছাত্রদলের শামীম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, সহ-সভাপতি ও মরহুমের ছোট ভাই মামুনুল ইসলাম,জেলা বিএনপির ডা: নাসিরউদ্দিন সরকার, শহর বিএনপির খলিল মাষ্টার, ৯নং ওয়ার্ড বিএনপির খোকা খন্দকার, কামরুল ইসলাম,নাজমুল ইসলাম ভুইয়া, যুবদলের নাসির, রানা, সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিএনপি নেতা নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও অ্যাজমা রোগে ভুগছিলেন। গত ৭ জুলাই সোমবার ঢাকাস্থ বাসায় তার শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে পরদিন তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়। এসময় তার করোনা পরীক্ষা করানো হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply