নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে যুবদলের পক্ষ থেকে ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়ার জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মেধাবী এই ছাত্রনেতার জন্মদিন পালন করে নরসিংদী জেলা যুবদল।
জন্মদিনের অনুষ্ঠানে নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানু, সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া যুবদলের পক্ষ থেকে ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূইয়াকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদল নেতা জাকারিয়া হোসাইন, রাহাত ভূইয়া, লিয়াকত আলী টিটুসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply