নিজস্ব প্রতিনিধি, নরসিংদী:
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত “নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০” এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালী করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুরে নরসিংদী পৌর মিলনায়তন থেকে নরসিংদী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নরসিংদী সদর থানা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন ফয়সাল, শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, নরসিংদী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি শিবলী আহম্মেদ শিবলী, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি রাশেদ খান অপূর্ব, শহর শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ ওমর ফারুক রাজিব, মোয়াজ্জেম হোসেন, সাদিকুল, লোকমান হোসেন প্রমুখ।
এ সময় হাসিবুল হাসান মিন্টু বলেন, শেখ হাসিনার বাংলায় ধর্ষকদের ঠায় নেই। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও নরসিংদরী কুখ্যাত সন্ত্রাসী পাপিয়া ও সুমনের ২৭ বছর কারাদন্ড রায় আবারও প্রমাণ হলো আওয়ামীলীগে অপরাধীদের ঠাঁই নাই।
Leave a Reply