স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নরসিংদী জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে নরসিংদী মডেল কলেজ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি খাদেম রসূল সরকারের সভাপতিত্বে ও প্রভাষক এম ওয়ালিউল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা।
এসময় বক্তব্য রাখেন, নরসিংদী মডেল কলেজ এর অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামরুল ইসলাম, মূসা বিন হাফিজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা আতিকুল ইসলাম, নরসিংদী কমার্স কলেজের পরিচালক ও রায়পুরা উপজেলা শাখার সভাপতি আরেফিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম শরীফ বীর, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সদর উপজেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথি মো: মঞ্জুর হোসেন ঈসা বলেন, আমরা মানুষের মানবাধিকার যেখানেই লংঘন হবে সেখানেই প্রতিবাদ গড়ে তোলব। আগে আমরা আমাদের দ্বারা যেন মানবাধিকার লংঘন না হয় সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। মানুষের কল্যাণে কাজ করে আমরা কোন একটি ভাল কাজে পরকালে নামাজ পেতে আল্লাহ সহায় হবেন।
তিনি আরোও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর নরসিংদী জেলার সংগঠনটি শিক্ষক সমাজ দিয়ে গঠন করায় এটি একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমার কাছে শ্রেষ্ঠ সংগঠন।
Leave a Reply