নিজস্ব প্রতিবেদক
‘বয়স যদি ১৮ হয় ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নরসিংদীতে পালিত হল জাতীয় ভোটার দিবস। মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারী) জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন নরসিংদীর তত্বাবধানে ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে নতুন ভোটার নিবন্ধন বিষয়ে সেবা প্রদান প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের “শুভ উদ্ভোধন” করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব )শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, আগামী ৩ কার্যদিবস জেলা প্রশাসন নরসিংদীর প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান করা হবে। দেশের ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন মানুষ এ কার্যক্রমের সেবা গ্রহন করতে পারবে।
পরে প্রধান অতিথি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সেবা প্রদানের লক্ষ্যে জেলা নির্বাচন অফিসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ডসহ উপহার তুলে দেন।
Leave a Reply