নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “জুলাই ঘোষণাপত্র” বিতরণ কর্মসূচীতে অংশ নিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বুধবার (৮ জানুয়ারি) দুপুরে শিবপুরের ইটাখোলা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কদের সাথে নিয়ে ৭ দিন ব্যাপী “জুলাই ঘোষণাপত্র” বিতরণ কর্মসূচী শুরু করেন।
এসময় তিনি জুলাই ঘোষণাপত্র পড়ে শুনান। পরে তিনি দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়সহ নরসিংদী পৌরসভা ও বিকালে মাধবদী পৌরসভা এলাকা এবং মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় জুলাই ঘোষণাপত্র বিষয়ে বিভিন্ন শ্রেণিপেশার জনগণকে সচেতন করতে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করবেন।
কর্মসূচীতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার সহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। এসময় সারজিস আলম বলেন, ৪৭,৭১,২৪ কোনটা থেকে যেন কোনটার গুরুত্ব বেশি না দেয়া হয়। প্রত্যেকটার জায়গায় প্রত্যেকটা যেন সমান গুরুত্ব পায়। ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে আন্দোলন জারি রাখতে হবে। এ দেশে আর ফ্যাসিস্ট হাসিনা তৈরি হতে দেয়া হবে না।
Leave a Reply